দৈনিক খুলনা
The news is by your side.

জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান

105

টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৈশ্বিক আসরের কয়েক মাস পর আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা। পূর্বনির্ধারিত সিরিজগুলোর মাঝে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। আগামী জুলাইয়ে পাকিস্তান দলকে বাংলাদেশ সফর করার প্রস্তাব দিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। টাইগার বোর্ড প্রধানের অনুরোধে সাড়া দিয়েছেন পিসিবি বস মহসিন নাকভী।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর বাংলাদেশ দল তাদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলতে মে মাসের শেষের দিকে আবার পাকিস্তানে যাবে। এরপর জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান জাতীয় দল। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে সফররত দলের সঙ্গে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই কথা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সেরকম কিছু আলোচনা হয়েছে। তারা ওই সময়ে (জুলাই) বাংলাদেশে দল পাঠাতে সম্মতি দিয়েছে।’

এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে পিসিবিকে একটি সিরিজকে পুনর্নির্ধারণ করতে হবে। সূচি অনুযায়ী আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান জাতীয় দলের।

Leave A Reply

Your email address will not be published.