জীবনের বাকি দিনগুলো ডুমুরিয়া-ফুলতলার মানুষের সাথে কাটাতে চাই… আলী আসগার লবি
ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়,
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, জীবনের বাকি দিন গুলো ডুমুরিয়া-ফুলতলার মানুষের সাথে কাটাতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি খুলনা-৫ তথা ডুমুরিয়া-ফুলতলা আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করব ইনশাল্লাহ। নির্বাচনে জয়ী হতে পারলে ডুমুরিয়ার বিল ডাকাতিয়া সহ এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করা হবে আমার প্রথম কাজ। শনিবার দুপুর ১২টায় খুলনার ডুমুরিয়ায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লবি বলেন, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার জীবনে নিজের জন্য আর কোন চাওয়া পাওয়া নেই। এই ডুমুরিয়া আমার পৈতৃক নিবাস, এখন থেকে ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই এলাকার মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে।
বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন হয়েছে তাদের রূহের মাগফিরাত কামনা করি।
আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া একটি গনতান্ত্রিক দেশে স্থিতিশীলতা আসেনা, উন্নয়নের চাকাও ঘোরেনা। দির্ঘ ১৬ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি, দেশের মানুষ একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসছে তখনই জনগনের ভাগ্যের উন্নয়নের জন্যে কাজ করেছে। এজন্যে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবদলের সাবেক সভাপতি জালাল শরীফ, উপজেলা বিএনপি নেতা ডক্টর আলমগীর হোসেন, আফজাল হোসেন খান, ধামালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফ এম গোলাম সরোয়ার, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জি এম মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। এছাড়া ডুমুরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।