দৈনিক খুলনা
The news is by your side.

জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন – দুদু

110

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রূপান্তরিত বাংলাদেশের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার কর্মকান্ড পর্যালোচনা করে ১০০ বছর তদন্ত করলেও কোন দুর্নীতি পাওয়া যাবেনা। আমরা ২৪ এর আন্দোলন নিয়ে গর্ব করি, কিন্তু একপক্ষ এই আন্দোলনকে ছোট করছে। আমাদের তরুণ নেতা যাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, তার মূল বাক্য সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকারের মূল বাক্য সবার আগে গ্রামীণ ব্যাংক। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা একটু অপেক্ষা করবো,পরে আমরা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিব।

খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র উদ্যোগে “গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন সমূহ এখনো রাজপথে সক্রিয় রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি প্রার্থী হবেন তার স্ত্রীও গোপনে ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষে ভোট দিবে। তারেক রহমানের নেতৃত্ব আমরা আগামী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথ দেখিয়ে গেছেন তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা সে পথেই এগিয়ে যাব।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি, বিএনপির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.