দৈনিক খুলনা
The news is by your side.

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে বিএনপির দিনভর কর্মসূচি পালন

225

মোরেলগঞ্জ প্রতিনিধি:সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রষ্ঠিাতা শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দিনভর নানা কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে দিনভর কোরআনখানি, কালোব্যাজ ধারণ, দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা বিএনপির আহŸায়ক শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, কেকে গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালন শাহারুন জামান নিপা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার, ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, সাবিনা ইয়াসমিন টুলু, প্রভাষক রাসেল আল ইসলাম, ইউনুছ আলী আকন, মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসি হ্যাপী, মো. সেলিম মোল্লা, আব্বাস মুন্সি, শ্রমিকদল নেতা মজনু মোল্লা, মাসুদ খান চুন্নু, মশিউর রহমান জুয়েল ও রমিজ শেখসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.