দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে: ফখরুল

86

দেশজুড়ে যখন রাজনৈতিক অনিশ্চয়তার কুয়াশা ঘনীভূত, ঠিক তখনই বিস্ফোরক এক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, ‘অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে’। এই অভিযোগের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিলেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত এই অভিজ্ঞ রাজনীতিবিদ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় যুক্ত হয়ে মির্জা ফখরুল এই চাঞ্চল্যকর বক্তব্য দেন। তিনি বলেন, “হাজার হাজার ছাত্র–জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে আজ এক কালো ছায়া নেমে এসেছে।” তার ভাষায়, একটি মহল এখনই ভোটের অধিকার কেড়ে নিতে চায়, জনগণকে বঞ্চিত করতে চায় সংবিধানপ্রদত্ত অধিকার থেকে।

এতেই শেষ নয়—‘বিভাজনের রাজনীতি’ নিয়েও সরাসরি আঙুল তুললেন ফখরুল। এমনকি তিনি বললেন, “সরকারের ভেতর অনুপ্রবেশ ঘটিয়ে কিছু অসৎ শক্তি বাংলাদেশকে ভিন্ন পথে ঠেলে দিতে চায়।” এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “প্রত্যেকে যেন সর্বোচ্চ সতর্ক থাকে। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তৈরি থাকতে হবে।”

এদিকে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে বিএনপি আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

Leave A Reply

Your email address will not be published.