দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় নির্বাচনই সর্বোচ্চ অগ্রাধিকার: ব্যাংককে প্রধান উপদেষ্টা

89

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও বলেন, গত ১৫ বছরে জনগণ, বিশেষ করে যুবসমাজ, অধিকার ও স্বাধীনতা হ্রাসের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অবক্ষয় প্রত্যক্ষ করেছে। আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা নির্বাচন আয়োজন করব।’ তিনি বলেন, ‘আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছে, যেখানে প্রতিটি মানুষ তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়।’

বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, সাধারণ মানুষ একটি স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এসময় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই তরুণ এবং ১১৮ জন শিশু।

গণজাগরণে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন বলে উল্লেখ করেন ইউনূস। তিনি বলেন, ‘আমি আমাদের জনগণের স্বার্থে এই দায়িত্ব গ্রহণ করেছি এবং আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি ফিরিয়ে আনার জন্য বলিষ্ঠ সংস্কারে অঙ্গীকারবদ্ধ।’

সরকার ইতোমধ্যে বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ও সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে বলে জানান ইউনূস। তিনি বলেন, এসব কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে এবং তা সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এ ছাড়া সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইউনূস নিজেই।

তিনি বলেন, ‘আমরা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ—হোক তা নারী, জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘু।’ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.