জাতিকে ঐক্যবদ্ধ করে বৈষম্যহীন দেশ গড়া হবে- ডাঃ শফিকুর রহমান
পাইকগাছায় জামায়াতের পথ সভায় আমীর
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভাজন করতে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ গর্বিত নাগরিক। সবাই সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন আওয়ামী লীগ জাতি কে বিভক্ত করে বিভাজন সৃষ্টি করেছিল।
এই দলের একটি পরিবার নিজেদের দেশের মালিক এবং ১৮ কোটি জনগণকে ভাড়াটিয়া মনে করতো। তিনি বলেন মালিক কখনো পালিয়ে যায় না। যারা ভাড়াটিয়া তারায় পালিয়ে গিয়েছে। ২৬ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার এবং রুপপুর প্রকল্পের ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। তিনি আরো বলেন আওয়ামী লীগ নির্বাচন নিয়ে জাতির সাথে তামাশা করেছে। রাতের ভোটের কারণে তরুণ এবং যুব ভোটার সহ দেশের কোন মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের অধিকার, কথা বলার কেড়ে নিয়েছিল।
জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা সহ বহু নেতাকর্মীকে খুন গুম করেছে। এরা পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন দেশ প্রেমিক সেনা অফিসার কে নির্মম ভাবে হত্যা করেছে। যার প্রকৃত রহস্য এখনো উন্মোচন হয়নি। তিনি সরকারের কাছে পিলখানা সহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ভারতের উদ্দেশ্যে ডাঃ শফিকুর রহমান বলেন প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকুন, বাংলাদেশ শাসনের চেষ্টা করবেন না। অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন না, কোন ধরনের অশান্তি সৃষ্টি করবেন না। এ জাতি এখন আর কাউকে ভয় পায় না। চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে। তিনি বলেন জামায়াত ঐক্যবদ্ধ জাতি গঠন করার মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করা সহ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ সারা দেশে সুষম উন্নয়ন করতে চাই। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ১৮ বছরে দেশের সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। জামায়াত ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই।
নতুন কোন চাঁদাবাজের হাতে দেশ তুলে না দিতে তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হুসাইন, সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এডভোকেট লিয়াকত আলী সরদার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শেখ কামাল হোসেন, কাজী তমজিদ আলম, অধ্যাপক আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা বুলবুল আহমেদ, মাওলানা আব্দুল খালেক, ডাঃ আসাদুল ইসলাম, সম আব্দুল্লাহ আল মামুন, শিবির সভাপতি আবু জার গিফারী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথ সভায় ভোর থেকেই দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকরা স্লোগান দিতে দিতে সভায় আসতে শুরু করে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ পথ সভায় অংশগ্রহণ করে। সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা সহ পথ সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।