জি এম টিপু সুলতান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ- যশোরের মনিরামপুরে অভিনব কায়দায় কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটক করেছে মনিরামপুর থানা পুলি। আজ বিকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দিঘিরপাড় মাঠ থেকে চাঁদাবাজি মামলার এক আসামিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুল আজিজ (৫০), সে টুকু মিয়ার ছেলে।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে এসআই ফিরোজ ও পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘ এক মাস নজরদারির পর এই অভিযান পরিচালনা করেন। থানায় দায়ের করা চাঁদাবাজি মামলা নং ১২-এর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আজিজ মিয়া দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়ে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে ছক কষে পুলিশ। একপর্যায়ে কৃষক সেজে মাঠে অবস্থান নিয়ে দিঘিরপাড় মাঠ থেকে তাকে আটক করা হয়।আসামি আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে অভিযোগ করেন, আজিজ তাদের কাছ থেকে চাকরির প্রলোভনে বিপুল অর্থ নিয়ে প্রতারণা করেছেন।মনিরামপুর থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “আজিজের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পরে নিজে উপস্থিত থেকে আমাদের একটি টিম মাঠে পাঠাই। মাঠ থেকেই আজিজকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশের এই কৌশলী ভূমিকা এবং তৎপরতা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনিরামপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করেছেন।