দৈনিক খুলনা
The news is by your side.

চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তায় ১২ হাজার পুলিশ

8

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৯ম আসর বসেছে পাকিস্তানে। বৈশ্বিক টুর্নামেন্টটির নিরাপত্তা নিশ্চিতকরণে ১২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ম্যাচ ভেন্যু লাহোর ও রাওয়ালপিন্ডিতে।

২০০৯ সালের ৩ মার্চ, জঙ্গি হামলা হয় দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কার টিম বাসে। সেই ঘটনার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দেশটিতে। ক্রিকেট ফেরার পরও বহু দল নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে গত কয়েক বছরে। অবশেষে পুরোপুরিভাবে দূর হয়েছে ট্যাবু। ২৯ বছর পর পাকিস্তানে বসেছে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানে।

পাঞ্জাব পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার জানিয়েছেন, লাহোরেই নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকছেন ৮ হাজারের বেশি পুলিশ সদস্য। তাদের নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন ১২জন সিনিয়র অফিসার। এর বাইরে ৩৯জন ডিএসপি, ৮৬জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯জন নারী পুলিশ থাকবেন চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তায়।

জানা গেছে, রাওয়ালপিন্ডিতে মোতায়েন করা হয়েছে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। সেখানে ৬জন সিনিয়র অফিসারের সঙ্গে ১৫জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য থাকবেন। নিরাপত্তার জন্য ডলফিন স্কোয়াড, পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে। সেখানে নিরাপত্তায় নিয়োজিতদের হাতে থাকবে অত্যাধুনিক স্নাইপারও।

Leave A Reply

Your email address will not be published.