মার্কো ইয়ানসেনের ইন্টারভিউ নিতে মজার কাণ্ড ঘটালেন দুই সঞ্চালক। দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় এই অলরাউন্ডারের সমান উচ্চতায় পৌঁছাতে তাকে মাঝে রেখে দুজন দাঁড়ালেন চেয়ারের উপর! যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের কারণ হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বুধবার ঘটেছে এই মজার ঘটনা। পোর্ট এলিজাবেথে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপি ও প্রিটোরিয়া ক্যাপিটালস। টসে জিতে এইডেন মার্করামের ৫৫ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তোলে ইস্টার্ন কেপ। ২০ বলে ২৪ রান করেন ইয়ানসেন।
জবাবে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে প্রিটোরিয়া। দুরন্ত বোলিং করেন ইয়ানসেন। ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। দারুণ পারফর্ম করায় ম্যাচ শেষে তাকে ইন্টারভিউ নেন দুই সঞ্চালক। তখনই ঘটে সেই মজার ঘটনা।
এক্সে সানরাইজার্স ইস্টার্ন কেপের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে দুই সঞ্চালক দুটি চেয়ার নিয়ে তাঁর উপর দাঁড়িয়ে আছেন। মাঝে রয়েছেন ইয়ানসেন। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই ক্রিকেটারের ইন্টারভিউ নিতে যে চেয়ারের সাহায্য লাগবে তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ঘটনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
ইস্টার্ন কেপ তাদের পোস্টের ক্যাপশনে মজা করে হাসির ইমোজি দিয়ে লিখেছে, ‘যখন আপনি মার্কোর সঙ্গে কথা বলতে যাবেন, তখন আপনাকে নিজের লেবেলটা বাড়িয়ে নিতে হবে- আক্ষরিক অর্থে!