দৈনিক খুলনা
The news is by your side.

চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মোজাফফর-সভাপতি, সেলিম-সম্পাদক

87

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোঃ মোজাফফর সিকদার ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতীকের এস এম হুমায়ুন কবির পেয়েছেন ১৯৭ ভোট। সাধারন সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃ সেলিম শেখ ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোরগ প্রতীকে মোঃ কামরুজ্জামান স্বাধীন পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া সংগঠনিক সম্পাদক পদে কবুতর প্রতীক নিয়ে মোঃ লাবলু শেখ ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দি বই প্রতীকে আবুল কালাম শেখ ১৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শরীফুল হাসান অপু এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ মনিটরিং কমিটির সদস্য শমশের আলী মোহন, সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আছাদুজ্জামান আসাদ।

Leave A Reply

Your email address will not be published.