‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮ টায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখা এ র্যালী ও আলোচনা সভা করে। র্যালীটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন চিতলমারী উপজেলা শাখার সভাপতি মো. খবির শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, যুব আন্দোলনের সভাপতি ডা. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান শেখ ও ইসলামী শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।