দৈনিক খুলনা
The news is by your side.

চিতলমারীতে আইন শৃঙ্খলা কমিটির সভা, পোপ ফ্রান্সিসের স্মরণে নিরবতা

32

বাগেরহাটের চিতলমারীতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ সভা হয়। সভার শুরুতে পোপ ফ্রান্সিসের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, চিকিৎসক এম আর ফরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা, মো. সোহেল পারভেজ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, থানার প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার বিশ্বাস, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো. শোয়েব হোসেন গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম-আহবায়ক রহমত শেখ ও ৭ ইউনিয়ন পরিষদের সচিবগণ।

Leave A Reply

Your email address will not be published.