বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি স্ত্রী রাহাত আরা বেগমসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী এম ইউনুস আলী জানিয়েছেন, তার স্বাস্থ্যসংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে। এসব বিষয়েই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন তিনি। সেখানে এক সপ্তাহ থাকার পর দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
এর আগেও তিনি বেশ কয়েকবার সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেছেন। ২০১৫ সালে রাজনৈতিক মামলায় কারাবন্দি অবস্থায় তার অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনিতে সমস্যা ধরা পড়ে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসা করান তিনি। এরপর থেকে নিয়মিত ফলোআপের জন্য প্রতিবছর সিঙ্গাপুর যান বিএনপির এই শীর্ষ নেতা।
বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ, স্নায়বিক দুর্বলতা এবং ধমনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিঙ্গাপুরের চিকিৎসক দল।
মির্জা ফখরুলের অনুপস্থিতিতে দলের সিনিয়র নেতারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির অন্যতম এই মুখপাত্রের বিদেশ সফর দলীয় পর্যবেক্ষকদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সিঙ্গাপুর সফরকালে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হোক—এমন প্রার্থনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।