গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে হামলা ও ভারতের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
নগরীর পাওয়ার হাউজ মোড়াস্থ আইএবি কার্যালয় রাত ১০টায় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় গাজায় যুদ্ধ বিরোধী চুক্তি লংঘন করে হামলা ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জেলা সহ-সভাপতি মাওলানা সায়খুল ইসলাম বিন হাসান, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাদশা খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন,
সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, , মোঃ মিরাজ মহাজন, যুব নেতা মোঃ আব্দুর রশিদ হাওলাদার, আব্দুস সবুর, শ্রমিক নেতা মোঃ আবুল কালাম আজাদ, পলাশ শিকদার, ছাত্রনেতা মোঃ মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবা শাহারিয়ার নাফিস, আমিনুর ইসলাম, শাহরিয়ার তাজ, নুরুল করিম প্রমুখ ।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ বলেন মধ্যপ্রাচ্যের বিষফোঁড় ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে। এছাড়াও গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।
ইসরাইলী এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো এই দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
নগর নেতৃবৃন্দ আরো বলেন সাম্প্রতিক হোলি উৎসবকে কেন্দ্র করে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। ভারত স্বাধীন করতে উলামায়ে কেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদেরকে সহিংসতার লক্ষবস্তুতে পরিনত করা হয়েছে তা সভ্যতার এই উৎকর্ষের কালে কল্পনাও করা যায় না।
নামাজের মতো একটি একান্ত ও প্রাত্যহিক ইবাদতও এখন ভারতে আদায় করা যায় না। প্রায়শই নামাজরত মুসলমানদের ওপরে হামলার সংবাদ পাওয়া যায়। সংখ্যালঘু মুসলমানদের সাথে ভারতের এই আচরণ সভ্যতার জন্য কলংকজনক।
সমাবেশ শেষে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে এসে ইসরাইলি পতাকা অগ্নিসংযোগ করে।