গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন।
এদিন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নগরীর একটি ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
সপ্তাহব্যাপী কর্মসূচিগুলো হলো— সোমবার (৭ এপ্রিল) ‘Global Strike For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান। ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
৯ এপ্রিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘Solidarity With Palestine’ কর্মসূচি পালন।
১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান।
১১ এপ্রিল জেলা পর্যায়ে ‘Mass Movement’ কর্মসূচি পালন ও ৭-১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘Echoes for Gaza’ পরিচালনা।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নগরীর একটি ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।
গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ উল্লেখ করে যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।