দৈনিক খুলনা
The news is by your side.

গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

13

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়।

প্রশিক্ষণে আধুনিক উপায়ে গলদা চিংড়ি চাষে জলাশয় প্রস্তুতি থেকে মাছ বিক্রয় পর্যন্ত নানান দিক তুলে ধরা হয়। জলাশয় প্রস্তুতিতে চুন ও লবন প্রয়োগ, গলদার খাবার ও পানি প্রস্তুতিতে ১৫দিন পরপর পরিমাণমত অটোপালিশ, চিটগুড়, ইস্ট পাউডারের সংমিশ্রণের প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। জানানো হয়- গলদার সাথে সাথে রুই, কাতলা, সিলবারাকার্প, মৃগেল, তেলাপিয়া, পুটি ইত্যাদি মাছও পরিমাণমতো চাষ করা যেতে পারে।

প্রশিক্ষণ প্রদান করেন কলারোয়ার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবদুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা।২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ওই প্রশিক্ষণে মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মনিরুজ্জামান ও প্রশিক্ষণার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।