দৈনিক খুলনা
The news is by your side.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬৬৫ জন

10

গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টের আসামি ও অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ১৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

সোমবার এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯৭২ জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৬৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি শর্টগান, দুইটি এলজি, সাত রাউন্ড গুলি, চারটি চাকু, তিনটি বার্মিজ চাকু, দুইটি চাপাতি, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি রামদা ও ছয়টি ঢাল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

 

Leave A Reply

Your email address will not be published.