দৈনিক খুলনা
The news is by your side.

গণ অভ্যুত্থান স্বরনে কয়রায় ছাত্র শিবিরের র‍্যালী

70

কয়রা প্রতিনিধি :ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে কয়রায় ব্যাপক শোডাউন করেছে ছাত্রশিবির কয়রা উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে কয়রা হাইস্কুল মোড় থেকে একটি র‍্যালি বের করে সংগঠনটি।

‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র‍্যালিটি কয়রা বাজারের মেইন রোড হয়ে উপজেলা পরিষদ ঘুরে জামায়াত মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় পতাকা হাতে আরে মুখে স্লোগানে ছাত্রশিবির কর্মীরা ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের মুক্তির অর্জনকে বরণ করে নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী বলেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার কিংবা বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একইসঙ্গে রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তি বহাল আছে।

সংগঠনটির খুলনা জেলা দক্ষিণে সেক্রেটারি অয়েসকুরুনী বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেবল ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পতন কিংবা ক্ষমতা হস্তান্তর ছিল না, ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে অভিযোগ করে গণতন্ত্র, স্বাধীনতা পুনরুদ্ধারে লড়াইয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

র‍্যালী পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি জি,এম মোনায়েম,কয়রা থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা থানা উত্তর এর সভাপতি আব্দুল্লাহ আল গালিব,কয়রা দক্ষিণ শাখার সভাপতি আসমাতুল্লাহ আল গালিবসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave A Reply

Your email address will not be published.