দৈনিক খুলনা
The news is by your side.

গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে ____ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

80

পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের চোমরখালি বাজার মোড়ে ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরায় __১ ( তালা __কলারোয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতা তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলার মানুষ অনেক সরকারে দেখেছেন।কেউ দেশে লুটপাট করেছেন, কোন সরকার আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জামায়াত ইসলাম দীর্ঘ সময় ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর ও রাসুলের নির্দেশ মোতাবেক পরিচালিত হয়েছে। নবীর রাসুলের পথ ধরে আমার দল কার্য পরিচালনা করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেছেন, বিগত শেখ হাসিনার সরকার দেশ থেকে পালিয়েছে.।আর আরেকটা রাজনৈতিক দল বেশ দীর্ঘদিন যাবত মানুষের জানমাল লুটপাট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছেন। বাংলার জনগণ তা হতে দেবে না। জামাত ইসলাম কখনো মানুষের অসম্মান করে নাই ।কোন ধর্মে আঘাত করে নাই। তিনি আরো বলেন, এই সরকারের অধীনে আগামী নির্বাচনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।। আমার সরকার নির্বাচিত হলে মসজিদ মন্দির সহ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম উপাসনা করবে আর রাত জেগে পাহারা দিতে হবে না।

নির্বাচনে পথসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, পুলিশ খালি ইউনিয়ন জামাত ইসলামের আমি র মাওলানা শহীদুল্লাহ মোড়ল, সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ এডভোকেট বাসর রাত তোলা হারুন কি বাবলা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাহ আলম, সমগ্র অনুষ্ঠান পরিচালক পরিচালনা করেন শরীরে ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.