খুলনার সরকারি ব্রজলাল কলেজে একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল (বার্ষিক) পরীক্ষার সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়।
বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার সৃজনশীল অংশের ৯ নম্বর প্রশ্নের উদ্দীপকটি ছিল—
“জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২নং বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন। আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। পরবর্তীতে এ দাবিগুলো মুক্তিকামী জনতার মধ্যে গভীর উদ্দীপনার সৃষ্টি করে।”
জানা গেছে, উক্ত প্রশ্নটি প্রণয়ন করেছেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকার।
তবে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পর শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো ফেরত নিয়ে নেওয়া হয়। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম নিজে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো নিয়ে নেন।
এ ঘটনায় কলেজের অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাস জুলাইয়ে এমন প্রশ্নপত্র করে স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার কৌশলের মতো মনে হয়।”দ্রুত উক্ত ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষক নিত্য রঞ্জন সরকার বলেন , আমি কয়দিন যাবত অসুস্থ ছিলাম, এটা আমার অসাবধানতার কারণে হয়েছে, একেবারেই ইচ্ছাকৃত ভাবে নয় । ভুল বশত ভাবে হয়েছে , আমি ভুল স্বীকার করে ক্ষমা চাচ্ছি । বিভাগ থেকেও জবাব চেয়ে চিঠি দিয়েছে আমি সেখানেও ক্ষমা চেয়েছি ।