দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা বিসিডিএস কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

37

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা শাখার অবৈধ কমিটির সকলকে খুলনা বিসিডিএস ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ডিসেম্বর) বিকেলে ওষুধ ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। যেটি বিসিডিএস খুলনা শাখার অফিস সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের জুলুম, নির্যাতন, দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে সারাদেশে সংঘতি হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর সমগ্র দেশে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ জনতার সমন্বয়ে চলমান কার্যক্রমের ধারাবাহিকতার প্রেক্ষিতে শনিবার (২৮ ডিসেম্বর, ২০২৪) এমন সিদ্ধান্ত নেন ব্যবসায়ী ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ।

এসময় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জিল্লুর রহমান জুয়েল, মোঃ আনিছুর রহমান লিটু, নাজমুস সাকির পিন্টু, সমর কুমার কুন্ডু, মোঃ হাফিজুর রহমান লিটন, মোঃ শহিদুল আলম তুহিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ শরিফুল
ইসলাম, মোঃ গাউসুল আজম, ননী গোপাল মন্ডল, মনিরুল ইসলাম, মাসুদুন নবী, আজিজুর রহমান, আল আমিন ইসলাম, এনামুল শেখ, রিয়াজ উদ্দিন আহমেদ সুজা, মোঃ আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম সবুজ, মাহমুদুর রহমান বিপ্লব, জাহিদুল ইসলাম মুন্না এবং শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয় ঘরামী, আরিফুল ইসলাম সানী, খালিদ সাইফুল্লাহ, আবু সাইদ, ইমন ইসলাম, মাহদী হাসান সীন, কাজী তাহসিন হাসান অংকন, রায়হান ইসলাম, আহসানুল হাসান তানীম প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি এ এস এম মনিরুজ্জামান খান বাবুকে সভাপতি ও তাপস কুমার সরকার শিবকে সিনিয়র সহ-সভাপতি করে বিসিডিএস খুলনা শাখার ১৭ সদস্য বিশিষ্ট একটি তথাকথিত অবৈধ কমিটি ঘোষনা দেওয়া হয়। ওই কমিটির কোন বৈধতা না থাকলেও বিগত ফ্যাসিবাদী সরকার আমলের এমপি শেখ সালাহ উদ্দিন জুয়েলের নির্দেশে তারা বিভিন্ন অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

এমনকি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পরও উক্ত অবৈধ কমিটি কর্তৃক ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উত্তোলনের চেষ্টা করেছিল। যেটি সচেতন ব্যবসায়ী মহলের চেষ্টায় ব্যর্থ হলেও তাদের অবৈধ কর্মকান্ড অব্যাহত ছিল। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের শিক্ষার্থী প্রতিনিধি ও ব্যবসায়ীদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশে শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ব্যবসায়ী ও শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.