নগরীর বিআরটিএ খুলনা সার্কেলের মাঠে বুধবার দুপুর ১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি মাইক্রো রেজিস্ট্রেশন এর কাজ করার জন্য খুলনা সার্কেল অফিসে আসে ।
এ সময় কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো চালক মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে চাবি নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার গোপালগঞ্জের আব্দুল রব খানের পুত্র আলাল খান মাইক্রো চালাতে যেয়ে এক্সেলেটর চেপে ধরে গাছের নিচে দাঁড়ানো একটি প্রাইভেট কারের উপর আছড়ে পড়ে। অল্পের জন্য প্রাইভেট কারের তিনজন আরোহী বেঁচে যায়।
সরোজমিনে দেখা যায় সেকশন অফিসার আলাল খানের কোন ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং অভিজ্ঞতা নেই। তার চরম কান্ড জ্ঞান হীনতার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় মাইক্রো খুলনা মেট্রো চ ৫১-০২৬৬ সম্পূর্ণ দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকার ঢাকা মেট্রো ঘ ১৩-২২৩২ কে ধাক্কা দিলে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম বলেন খুলনা বিআরটিএ অফিস থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি ডঃ মোঃ নাজমুল হাসান বলেন এ ব্যাপারে অভিযুক্ত সেকশন অফিসার আলাল খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে কঠিন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খান জাহান আলী থানার ওসি তদন্ত সনজিৎ কুমার ঘোষ বলেন ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিক সোহেল মোঃ আহসানুল হক বাদী হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আলাল খানের বিরুদ্ধে একটি অভিযোগ খান জাহান আলী থানায় দায়ের করেছে।