খুলনা বিআরটিএ কার্যালয়ে বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)’র খুলনা আঞ্চলিক অফিসের টিম অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এর পরিচালনায় উপ-সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, উপ সহকারী পরিচালক শামীম রেজা, সহকারী পরিদর্শক খুরশিদা জাহান লিনা, কনস্টেবল মোঃ আলী হোসেন এর সমন্বয়ে গঠিত দুদুকের টিম সকাল থেকে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ বলেন খুলনা বিআরটিএতে দালাল চক্রে অতিষ্ঠ এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পাই এবং কিছু আনসার সদস্য এর সহযোগীতা করে তাদের বিরুদ্ধে খুলনা বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম নিকট অভিযোগ করা হয়েছে এবং খুলনা বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন
অভিযানকালে মোঃ আব্বাস হোসেনকে ১৫ দিনের জেল প্রদান করেন ।