দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা নগরীর টুটপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

83

খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মাওলাবাড়ী ইউনিটের উদ্যোগে আজ ১৪ই মার্চ ২০২৫ইং রোজ শুক্রবার জুম্মার নামাজের পর মাওলাবাড়ী মোড়ে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরীর সদর থানা আমির এস.এম. হাফিজুর রহমান এবং ২৮ নম্বর ওয়ার্ড আমির মাওঃ সিরাজ বিন ইয়াকুব।মাওলাবাড়ী ইউনিট সভাপতি জনাব স.ম. রমজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”এস.এম. হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী খুলনা মহানগরী সবসময়ই অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। সমাজের বিত্তবানদের প্রতি তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।”মাওঃ সিরাজ বিন ইয়াকুব বলেন, “এই রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালন করছে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।ইফতার সামগ্রী পেয়ে অসহায় ও দুস্থ মানুষেরা জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave A Reply

Your email address will not be published.