খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহনাজ খাতুনের পিতা শাহজাহান তরফদার (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই (বুধবার) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে খুলনা জেলা ক্রীড়া সংস্থা গভীর শোক প্রকাশ করেছে।
শাহজাহান তরফদার একজন সম্মানিত ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে ক্রীড়া সংস্থা এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো, যিনি পরিবার ও সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আহ্বায়ক ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম শোকবার্তায় বলেন, “শাহজাহান তরফদারের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”
শোকবার্তায় আরও জানানো হয়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।