১৭ মে শনিবার খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল নিয়ে যোগদানের মাধ্যমে আত্মপ্রকাশ করে।
৫ অগাস্ট এর আগে এখানে ছাত্রলীগের একক আধিপত্য থাকার কারনে অন্য কোনো রাজনৈতিক দলের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, ইত্যাদি হয়নি। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচারের পতন হলে এখানে এই প্রথম ভিন্ন ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
মুশফিকুর রহমানের নেতৃত্বে ও সজল আহমেদের আহবানে বেশ কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে আজকের সমাবেশে যোগদান করে।
তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায় ও আদর্শিক রাজনীতিকে খুকৃবির ক্যাম্পাসে ছড়িয়ে সকল অপসংস্কৃতি ও সন্ত্রাসী ছাত্রলীগের কার্যক্রমের অবসান ঘটাতে চান। উল্লেখ্য, শেখ মুজিবের সাথে কোনো ছবি না থাকার অযুহাত তুলে মুশফিকুর রহমানকে ইতোপূর্বে সন্ত্রাসী ছাত্রলীগের ছেলেরা খুকৃবির অস্থায়ী হল থেকে বের করে দেয় এবং চক্রান্ত করে তাকে জঙ্গী ট্যাগ দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। ফলে তাকে ৪ মাসেরও বেশি কারাভোগ করতে হয়। তিনি ১৮ আগস্ট ২০২৪ মিথ্যা মামলায় জেল থেকে বাহির হন।
এসময় সেখানে উপস্থিত ছিলো মোঃ মুশফিকুর রহমান, আহসান হাবিব, সজল আহম্মেদ, নূর রিদয়, মুশফিক, সমাপ্ত, রুম্মান সহ আরো অনেকে।
এসময় মুশফিকুর রহমান বলেন শহীদ জিয়ার আদর্শে ও তারকে রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। সেই লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।