দৈনিক খুলনা
The news is by your side.

খুলনাস্থ গাবুরাবাসীর ইফতার মাহফিল

51
খুলনাস্থ গাবুরাবাসীকে নিয়ে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির উপদেষ্টা এবং ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মহাসিন হোসেনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভা শুরু হয়।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আহাদুজ্জামান, ইসলামী সঙ্গিত পরিবেশন করে রাফি আল হাসান ও গাবুরা সঙ্গিত পরিবেশন করে সামিদুল ইসলাম। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির খুলনা অঞ্চলের সভাপতি গাজী আব্দুল কাদের। ইফতার মাহফিল আয়োজক কমিটির  আহবায়ক ছিলেন জিএম শরিফুল আলম মুকুল।
ইফতার মাহফিলে আলোচনা করেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মফিজুল ইসলাম, আব্দুল মান্নান, অধ্যাপক শোয়েব হোসেন, সহ: অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সোসাইটির উপ প্রধান উপদেষ্টা জিএম মহিউদ্দিন, সাংবাদিক আসাফুর রহমান কাজল, সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, সালাউদ্দিন সান্নু, সংগঠনের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ঢাকা অঞ্চলের সভাপতি মো. হেলালুজ্জামান, সাতক্ষীরা অঞ্চল সভাপতি স.ম তরিকুল ইসলাম পলাশ এবং সংগঠনের বিভিন্ন দিন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সভাপতি ও ছাত্র প্রতিনিধি হাবিবুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের খুলনা অঞ্চলের সহ সভাপতি জিএম তরিকুজ্জামান, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন মুকুল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
ইফতার মাহফিলে খুলনায় বসবাসরত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের তিন শতাধিক বাসিন্দাদের মিলনমেলায় ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার পরবর্তী আলোচনায় বক্তারা এমন সুন্দর আয়োজনের জন্য খুলনা অঞ্চলের দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মিশন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.