দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

25

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

তিনি জানান, মোংলা বন্দর থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী রেল ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে উদ্ধার কাজ শুরু করবে।

এ অবস্থায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বিভিন্ন স্টেশন ও ট্রেন স্টপেজে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ পলাশ বলেন, “উথলী এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে। আপাতত খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ রয়েছে।”

Leave A Reply

Your email address will not be published.