দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার দিঘলিয়ায় ০৪ আসামি আটক করেছে নৌবাহিনী

13

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানে এলাকার ওয়ারেন্ট ভুক্ত মামলার ০৪ জন আসামি- মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ শিকদার এবং শামীম শেখকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানে বাংলাদেশ পুলিশও অংশগ্রহণ করে। স্থানীয় জনগণ ও থানার বরাতে জানা যায়, এলাকায় শত্রুতার কারণে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগে সংশ্লিষ্ট সকলেই থানার এজাহারভুক্ত আসামি। পরবর্তীতে আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave A Reply

Your email address will not be published.