খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দোলখোলা বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকালে একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। প্রায় ১ঘন্টা ধরে আগুন জ্বলার পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে বাজারটি একবারে পল্লীর ভিতরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি।
এলাকাবাসী ও দোলখোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম জানায়, মঙ্গলবার ভোরে মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় উত্তম খাঁ এর কম্পিউটারের দোকানে আগুন জ্বলতে দেখে। তখন তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ঘুম থেকে উঠে এসে আগুন নিয়ন্ত্রণ করতে করতে দোকান উত্তম খাঁ, রবিউল সরদার ও আল আমীন সরদারের কম্পিউটার ও মোবাইল সামগ্রির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।