দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার কয়রা ও ভান্ডারিয়ায় স্থানীয় মৎস্য জীবিদের উদ্দেশ্যে কোস্ট গার্ডের জনসচেতনতা মূলক কার্যক্রম

91

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পযংন্ত বাংলদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও বিসিজি কন্টিজেন্ট ভান্ডারিয়া কর্তৃক জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সতবিনিময় সভায় স্থানীয় মৎস্যজীবি ও জনসাধারণের উদ্দেশ্যে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বিসিজি স্টেশন কৈখালী মতবিনিময় সভায় শ্যামনগর থানা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, শ্যামনগর পুলিশ প্রশাসন, বিজিবি ক্যাম্প কমান্ডার কৈখালীর প্রতিনিধি, মেরিন ফিশারিজ কর্মকর্তা, নৌপুলিশ নীলডুমুর, বনবিভাগের প্রতিনিধি এবং বিসিজি কন্টিজেন্ট ভান্ডারিয়ায় মৎস্য কর্মকর্তা ভান্ডারিয়া, সেক্রেটারি মৎস্যজীবী সমবায় সমিতি ভান্ডারিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন ভবিষ্যতেও উপকূলীয় জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

 

Leave A Reply

Your email address will not be published.