খুলনা: খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল সহ ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার ২নং কয়রা এলাকা হতে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, আবু ইউছুফ ঢালী ও সাদিকুর রহমান।
যৌথ বাহিনীর কয়রার কন্টিনজেন্ট কমান্ডার এম ইয়াকুব আলী বলেন, আটক মাদক কারবারীদেরকে গাঁজাসহ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ২ জন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।