নগরীতে ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ডিসেম্বর) নগরীর সোনাডাঙ্গাস্থ ক্যাম্পাসে এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান খান মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের মেক্যানিকাল বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. কুতুবউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশীদ, বিএফইউজের সাবেক ভাইচ প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম।
ঢাকা থেকে পরিচালিত ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং অবিভাবকবৃন্দের উপস্তিতে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। ফলাফল পেয়ে সকল অভিভাবক সন্তোষ প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, ঢাকা থেকে পরিচালিত ইনভাইট পীস স্কুল এন্ড কলেজের খুলনার একমাত্র ক্যাম্পাস সোনাডাঙ্গায়। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান।