দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় হাতপাখা মেয়র প্রার্থীর মামলার শুনানি ৮ জুলাই

145

খুলনায় ২০২৩ সালের ১২ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী (হাতপাখা) হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গত ১৮ই এপ্রিল খুলনার প্রথম যুগ্ন আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন ও অ্যাডভোকেট কামাল হোসেন জানান, নির্বাচনী ট্রাইবুনাল ২৮ শে মে শুনানির দিন ধার্য করলেও ঐদিন বিস্তারিত আলোচনা শুনে আদেশ জারি না করে একদিন পর ২৯ শে মে মহামান্য খোরশেদ আলম এর আদালত আগামী ৮ ই জুলাই সোমবার মামলার শুনানির দিন ধার্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ বলেন, আগামী ৮ ই জুলাই নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করে, আদালত একটি ন্যায় বিচার দেবে বলে আমাদের আশ্বাস ছিল কিন্তু আমাদের কাছে মনে হয় এটি একটি ষড়যন্ত্র আমরা কোনভাবেই এই ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, প্রয়োজন বোধে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বিবৃতি নেতৃবৃন্দ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোহাম্মদ মাহদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.