দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

38

খুলনা মহানগরীতে সন্ত্রাসীর ছোড়া গুলিতে সৈকত (২৪) নামে এক যুবক আহত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১ নং কাস্টমঘাট এলাকার মনির শরবত স্টোরের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত যুবককে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত সৈকত নগরীর ৩ নং মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ওই এলাকা পরিদর্শন করেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় সৈকত ১ নং কাষ্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে দু’টি মোটরসাইকেলযোগে চারজন সন্ত্রাসী ওই মোড়ে অবস্থান নিয়ে সৈকতকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে।

একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ খুলনা সদর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সৈকতকে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, এ ঘটনাটি ঘটার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করে দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.