দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

13

খুলনায় মেধাবী ও সুবিধা বঞ্চিত শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে নগরীর পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের ইশমাম মিলনায়তনে আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস।

পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা মহানগর শাখার সভাপতি মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর মো. আনিসুর রহমান বিশ্বাস।

বক্তব্য রাখেন খুলনা টেক্সটাইল মিল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম, খুলনা ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম আকুঞ্জি, শামীম হাসান মাসুম, ইসমাইল হোসেন বাবু, মো. সাইদুর রহমান সুজন, লাকি আজীমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল।

শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের।

যার কারনে মেধাবী হওয়া সত্ত্বেও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে। এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। আমাদের প্রত্যাশা শিক্ষা সামগ্রীপ্রাপ্ত এসব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা একদিন সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পি ডব্লিউ ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রীরা সৈয়দা ছুম্মা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী অদিতি রায়।

Leave A Reply

Your email address will not be published.