খুলনা মহানগরীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন। দুইদিন ব্যাপি নগরীর বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশনের খুলনা জোনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, কর্মসূচি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, পলিন সরদার, রেমা মারিতা সাহা, মোঃ নাজমুল হাসান, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রাখি মেরিলিন মন্ডল, সেবা ফলিয়া, অর্জুন রায়, ফ্লোরা তিথি চৌধুরীসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন ও পথশিশুদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।