আওয়ামীলীগ নিষিদ্ধ করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) জুম্মা বাদ নগরীর শিববাড়ি ও ময়লাপোতা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়। সেখানে প্রথমে ছাত্র নেতা আহম্মদ হামিদ রাহাতের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সামনে আরও এক দফা সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ি থেকে কেডিএ এভিনিউ হয়ে ময়লাপোতা মোড়ে গিয়ে সর্বশেষ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলে ‘ব্যান্ডদল-আওয়ামী লীগ’, ‘আমার সোনার বাংলায়-আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়-যুবলীগের ঠাঁই নাই’, ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ওয়ান টু থ্রি ফোর-আওয়ামী লীগ নো মোর’, ‘শেখ সোহেলের ঠিকানা-এই বাংলায় হবে না’,
শেখ জুয়েলের ঠিকানা-এই বাংলায় হবে না’, ‘শেখ হেলালের ঠিকানা-এই বাংলায় হবে না’ ইত্যাদি শ্লোগান দেওয়া
হয়। পরপর অনুষ্ঠিত এসব ক্ষুদ্র ক্ষুদ্র সমাবেশে বক্তৃতা করেন, জাহাঙ্গীর হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ রাকিব হাসান, আরিফুল ইসলাম প্রমুখ।