দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় বাড়ছে গোলাগুলি, খুন পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ

28

সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতি রাতেই নগরীসহ জেলার কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি ও খুনসহ সন্ত্রাসী ঘটনা। গত চার মাসে খুলনা মহানগরীসহ জেলায় ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ চার মাস পেরিয়ে গেছে। কিন্তু খুলনায় পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ। আর এ সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করেছে। করছে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই। তাদের সঙ্গে যোগ দিচ্ছে স্থানীয় কিশোর গ্যাঙ ও বখাটেরা। নাজুক পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী।

তবে ভয়ে মুখ খুলছেনা কেউ। এই পরিস্থিতি নিয়ন্ত্রনের অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা খুলনায় সফর কালে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পরও খুব একটা উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির। তবে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। এ অবস্থায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বেড়েছে প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি, ডাকাতি, মাদকের বিস্তারসহ পাড়া-মহল্লায় সশস্ত্র মহড়া। অপরাধীরা আইনের আওতায় না আশা, শস্তি না পাওয়ায় এসব ঘটনা বাড়ছে। যা এখনই নিয়ন্ত্রিতে আনা প্রযোজন।

গত চার মাসে খুলনা বিভাগের অন্য ৯ জেলায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। খোদ পুলিশের তথ্য বলছে, গেল চার মাসে এই বিভাগে হত্যা কান্ড ঘটেছে ২০৯টি। এরমধ্যে

সাতক্ষীরায় ৪৫, যশোরে ৩৮, কুষ্টিয়ায় ৩২, বাগেরহাটে ১৯, খুলনায় ১৬, ঝিনাইদহে ১৫, নড়াইল ১৩, চুয়াডাঙ্গা ১০, মেহেরপুরে ৬, মাগুরায় ৬,খুলনা মাহানগরীতে ৯টি হত্যাকান্ড ঘটেছে।

খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব এড্যভোকেট বাবুল হাওলাদার বলেন, আইন শৃঙ্খলার চরম অবনতি। পুলিশকে শক্ত অবস্থানে কাজ করতে হবে । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারির অভাব রয়েছে। এ ছাড়া ঘটনা ঘটার পর অপরাধীদের শনাক্ত করে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এতে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।

খুলনার পুলিশ সুপার টি, এম মোশাররফ হোসেন বলেন, জেলায় ৮/ ৯ টা খুন হয়েছে আমি আইওদের সাথে কথা বলছি, তারা মামলার অগ্রগতি সম্পর্কে জানাবে।
সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে এটা ঠিক। কিন্তু পুলিশের তৎপরতা মোটেও ঝিমিয়ে পড়েনি।

Leave A Reply

Your email address will not be published.