দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় বন্ধু মিডিয়া ফোরামের কম্বল বিতরণ

49

নিজস্ব প্রতিবেদক: খুলনার অতিরিক্তি জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পাদ ব্যবস্থাপনা এবং ভূমি নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেছেন, হিজড়ারা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ।

তাদের অবহেলা করার অধিকার কারো নেই। রাষ্ট্র তাদের সম মর্যাদার অধিকার দিয়েছে। তাদেরকে যাতে কেউ পিছনে রাখতে না পারে সে জন্য সমাজের সকলকে এক সাথে কাজ করতে হবে।

রবিবার বেলা ১২টায় সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার তাদের ভোটাধিকারসহ নানা অধিকার দিয়েছে। তা নিশ্চিত করার দায়িত্ব সমাজের সবার। আবাসন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। শিগগিরই খুলনায় হিজড়াদের আবাসনের ব্যাপারে কাজ করা হবে। বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক ও দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের তত্বাবধায় প্রকৌশলী (যান্ত্রিক) আঃ আজিজ, মুহসিন স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জোয়ার্দ্দার ও হিজড়াদের গুরুমা শিমলা হিজড়া।

স্বাগত বক্তৃতা করেন বন্ধু মিডিয়া ফোরামের সদস্য সচিব ও দৈনিক খুলনার নিজস্ব প্রতিবেদক এম. সাইফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.