খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জুবায়দা গুলশান আরা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান।
দুই দিনব্যাপী এ তথ্যমেলা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী নাটক।