কেএমপির অতিরিক্ত কমিশনার কুতুবউদ্দিন জানান, তালিকাভুক্ত এসব সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান গ্রেফতারকৃত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজী, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে, যার মধ্যে ১টি মামলায় সে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং দশ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত আসামী । শাওনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।