দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ, খুলনার রেল চলাচল বন্ধ

50

খুলনার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট রেলক্রসিংয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। সংঘর্ঘের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে এ দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী ডাউন মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময়ে আফিলগেটে পৌঁছালে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষ হয়। এসময়।ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে লোকমুখে শুনেছেন আহত ওই ব্যক্তি মারা গেছেন।

খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের কারণে সারাদেশের সঙ্গে খুলনার রেল চলাচল বন্ধ রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.