‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। রোববার (৬ এপ্রিল) দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলীমুজ্জামান, সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ , ক্রীড়া সংগঠক মোঃ তরিকুল ইসলাম, আজিজুর রহমান জুয়েল, মোঃ আশরাফ হোসেন সহ খুলনার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।