ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে, স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশনের ইউথ উইন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর উদ্যোগে ও খুলনা সাইকেলিং কমিউনিটি (কেসিসি) এর সার্বিক সহযোগিতায় এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আজ ৫ই আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ভিবিডি’র প্রোগ্রাম অরগানাইজার শাদমান রাশিদের সঞ্চালনায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, খুলনা খান বাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম। শোভাযাত্রার উদ্দেশ্য ও বিষয়বস্তুর আলোকে বক্তব্য রাখেন, খুলনা সাইকেলিং কমিউনিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ আল মুকিত অন্তর, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের জেলা সভাপতি শেখ ইয়ামিন, খুলনা সাইকেলিং কমিউনিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হাসান তানঈম প্রমূখ।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা শহীদ সাকিব রায়হানের পিতা আব্দুল আজিজুর রহমান, চোখ হারা জুলাই আহত আব্দুল্লাহ শাফিল, খুলনা খান বাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
দৃষ্টিনন্দন সাইকেলন শোভাযাত্রাটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণকেন্দ্র খুলনা শিববাড়ি মোড় হতে শুরু হয়ে নগরীর ময়লা পোতা মোড়, রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা স্ট্র্যান্ড রোড মোড় হয়ে নতুন বাজার মোড়, জিলা স্কুল, সার্কিট হাউজ, ডাক বাংলা মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড় হয়ে পূণরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। সাইকেল প্রায় দুই শতাধিক সাইকেল চালক অংশগ্রহণে শোভাযাত্রাটি ছিল উপভোগ্য।