নিজস্ব প্রতিবেদক: খুলনা ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের মাঠ দিবস মঙ্গলবার (২২ অক্টোবর) মহানগরীর হরিণটানায় এলাকায় অনুষ্ঠিত হয়েছে। কৃষিই সমৃদ্ধি শীর্ষক স্লোগানকে ধারণ করে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
২০০৪-২০২৫ অর্থবছরে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস লবনচরা খুলনার আয়োজনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, মেট্রোপলিটন কৃষি অফিস লবনচরার কৃষি অফিসার কৃষিবিদ ফরহদিবা শামস্, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আতিক নেওয়াজ।
স্থানীয় কৃষক জিনাত আলী সরদারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার সোমনাথ মন্ডল, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানভীর হাসান রায়হান, পবিত্র গীতা পাঠ করেন সোমনাথ মন্ডল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেট্রোপলিটন কৃষি অফিস লবনচরার উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শেখ সামছুর রহমান।