দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ইজিবাইক ছিনতাই,

16

খুলনার খালিশপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির ভেতরে এ ঘটনা ঘটে। চালকের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় চালক মোহাম্মদ জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকা থেকে মশিউর রহমান সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ৪ ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘণ্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১ টার দিকে ওই দুর্বৃত্তরা খালিশপুর হাউজিং এলাকার তিন তলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলির ভেতর নির্জন জায়গায় ওই ইজিবাইক চালকে থামতে বলে। তারা চালক জাহাঙ্গীরকে জাপ্টে ধরে রাস্তার পাশে শুইয়ে গলায় ছুরি চালায়। এ সময় চালক জাহাঙ্গীর চিৎকার ও গোঙাতে থাকে। শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসলে তিন জন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগরকে একজনকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
ওসি বলেন, পলাতক ব্যক্তিরা ইজিবাইক ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আহত ইজিবাইক চালককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশংকামুক্ত।

আহত ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার জনৈক আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আটক মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড় এলাকার জনৈক আফজালের বাড়ির ভাড়াটিয়া রুস্তুম আলীর ছেলে।

 

Leave A Reply

Your email address will not be published.