দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণ-অবস্থান বিকেলে

মধ্যরাতের কর্মসূচি

13

খুলনায় মধ্যরাতের অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। একই দাবিতে আজ শনিবার (১০ মে) বিকেল চারটায় নগরীর শিববাড়ি মোড়ে গণ-অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে এবং রাত একটায় শিববাড়ি মোড়ে পৃথক এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি খুলনা মহানগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুলনা জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।

এনসিপির খুলনার সমন্বয়ক আহম্মদ হামিম রাহাতের নেৃতত্বে গতরাত ১১টা থেকে ১২টা পর্যন্ত এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় আরো উপস্থিত ছিলেন, আজম খান কমার্স কলেজ ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ তারেক রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার মুখপাত্র মো. মিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কদরুল আলম, খুলনা মহানগর যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদ, জেলা কমিটির মুখপাত্র আফসানা আক্তার মিমসহ অন্যান্যরা।

এসময় তারা আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। অবস্থান কর্মসূচি শেষে এনসিপি সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত শনিবার (১০ মে) বিকেল চারটায় নগরীর শিববাড়ি মোড়ে গণ-অবস্থান কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহবান জানান।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহর নির্দেশনা অনুযায়ী সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতার-এ গণ-অবস্থান কর্মসূচি পালিত হবে। খুলনার আপামর ছাত্র জনতার আবেগের জুলাই স্পটকে মাথায় রেখে তিনি এ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, ‘জুলাই ঐক্য মঞ্চে আওয়ামীলীগ নিষিদ্ধকরনের দাবিতে আমরা আসছি, আপনি
আসছেন তো?’

এসময় তিনি ছাত্র-জনতার তিন দফা দাবি ঘোষণা করে বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং
জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

অবশ্য, রাতের কর্মসূচি থেকে শনিবার রূপসা ব্রীজের টোল প্লাজায় খুলনা বয়কড কর্মসূচি ঘোষণা করা হলেও তীব্র তাপদাহের কথা বিবেচনা করে ওই কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, রাত একটায় নগরীর শিববাড়ি মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুলনা জেলার আহবায়ক মহররম হাসান মাহিমের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.