গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের শিক্ষকদের মধ্য থেকে সর্বোচ্চ আট জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১ জানুয়ারি (বুধবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ।
তাদের নিরলস প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষা-গবেষণায় একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। তাঁদের এ অবদানকে যথাযথভাবে মূল্যায়ণ এবং আরও বেশি উৎসাহিত করার জন্যই এই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড। তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিকভাবে উপযুক্ত অ্যাওয়ার্ডি মনোনয়ন জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক এবং রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মাদ দিদারুল ইসলাম।
অ্যাওয়ার্ডি মনোনয়ন কার্যক্রম সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মাদ দিদারুল ইসলামকে সভাপতি এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল থেকে ৪ জন, ব্যবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুল থেকে ২ জন, জীব বিজ্ঞান স্কুল থেকে ৫ জন, কলা ও মানবিক স্কুল থেকে ২ জন, সামাজিক বিজ্ঞান স্কুল থেকে ৩ জন, চারুকলা স্কুল থেকে ১ জন, আইন স্কুল থেকে ১ জন ও শিক্ষা স্কুল থেকে ১ জনসহ মোট ২১ জন শিক্ষককে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়।